০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

নিউমার্কেটে সংঘর্ষে ছাত্রলীগ জড়িত: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : ০১:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৩৫৮ বার পঠিত

নিউমার্কেটে সংঘর্ষে ছাত্রলীগ জড়িত

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষে ছাত্রলীগ জড়িত এবং এটা পুলিশের ইন্ধনে হয়েছে। ফখরুল বলেন, এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে উল্টো বিএনপির নেতা ও ছাত্র নেতাদের ওপর দোষ চাপাচ্ছে।

গত শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের ব্যর্থতার কারণে আজ দেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েক দিন আগে নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সম্পূর্ণ ভাবে সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে, শুধু নিষ্ক্রিয়তার জন্য নয়, মূলত তাদের ইন্ধনে এটা হয়েছে।”

মির্জা ফখরুল ইসলাম বলেন, “নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত, বিভিন্ন মিডিয়ায় ও পত্র পত্রিকায় যে সংবাদ গুলো এসেছে সেই সংবাদে এটা প্রমাণিত হয়েছে যে এই সন্ত্রাসের সঙ্গে সম্পূর্ণ ভাবে ছাত্রলীগ জড়িত ছিল। পুলিশ তার চিরা-চরিত নিয়মে সম্পূর্ণ ভাবে এটা উল্টো বিএনপির নেতা ও ছাত্র নেতাদের ওপর বর্তাচ্ছে।”

গত সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার দিনভর রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা হয়েছে। পুলিশের করা একটি মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনসহ দলের ২৪ জনকে আসামি করা হয়েছে।

“মির্জা ফখরুল অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।”
এছাড়া তিনি আরও বলেন, “এই সরকার আমাদের সকল ধরণের অধিকার কেড়ে নিয়েছে।”

আমাদের জনগণের বাক্‌স্বাধীনতা, গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, আদালতের স্বাধীনতা সব কিছুকে এরা নস্ট করে দিয়েছে। এক কথায় এই রাষ্ট্রকে তারা সম্পূর্ণ ভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই সবার কাছে আমাদের অনুরোধ থাকবে দেশকে রক্ষা করার জন্য আপনারা জন মত গড়ে তুলুন, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করতে পারি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি।”

করোনা কালে দুস্থ মানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব। এছাড়া আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিএনপির, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ গুমের শিকার নেতা কর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

Write Your Comment

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিউমার্কেটে সংঘর্ষে ছাত্রলীগ জড়িত: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০১:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষে ছাত্রলীগ জড়িত এবং এটা পুলিশের ইন্ধনে হয়েছে। ফখরুল বলেন, এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে উল্টো বিএনপির নেতা ও ছাত্র নেতাদের ওপর দোষ চাপাচ্ছে।

গত শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার মাহফিলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের ব্যর্থতার কারণে আজ দেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েক দিন আগে নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সম্পূর্ণ ভাবে সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে, শুধু নিষ্ক্রিয়তার জন্য নয়, মূলত তাদের ইন্ধনে এটা হয়েছে।”

মির্জা ফখরুল ইসলাম বলেন, “নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত, বিভিন্ন মিডিয়ায় ও পত্র পত্রিকায় যে সংবাদ গুলো এসেছে সেই সংবাদে এটা প্রমাণিত হয়েছে যে এই সন্ত্রাসের সঙ্গে সম্পূর্ণ ভাবে ছাত্রলীগ জড়িত ছিল। পুলিশ তার চিরা-চরিত নিয়মে সম্পূর্ণ ভাবে এটা উল্টো বিএনপির নেতা ও ছাত্র নেতাদের ওপর বর্তাচ্ছে।”

গত সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার দিনভর রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা হয়েছে। পুলিশের করা একটি মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনসহ দলের ২৪ জনকে আসামি করা হয়েছে।

“মির্জা ফখরুল অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান।”
এছাড়া তিনি আরও বলেন, “এই সরকার আমাদের সকল ধরণের অধিকার কেড়ে নিয়েছে।”

আমাদের জনগণের বাক্‌স্বাধীনতা, গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, আদালতের স্বাধীনতা সব কিছুকে এরা নস্ট করে দিয়েছে। এক কথায় এই রাষ্ট্রকে তারা সম্পূর্ণ ভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাই সবার কাছে আমাদের অনুরোধ থাকবে দেশকে রক্ষা করার জন্য আপনারা জন মত গড়ে তুলুন, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করতে পারি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি।”

করোনা কালে দুস্থ মানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব। এছাড়া আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিএনপির, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ গুমের শিকার নেতা কর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।